হোক, সকাল কিন্তু হবেই
- মণি জুয়েল(Moni Jewel)


সব চুপ্সে গেছে ক্ষার-পানি ঝরে ঝরে
বিস্তৃত প্রাস্তর
নিঃগর্জন শূন্য' এখন।
থেমে গেছে হাতুড়ি'র জোর_শব্দ!
গোঁজা আছে কাস্তে ঘরের চালে!
কিছু খেয়ে' কিম্বা না-খেয়ে সব-
ঘুমিয়ে গেছে! ঘন রাত্রি এখন


কোথাও কোনও আলো নেই!২


বেশ উজ্জ্বল ওই লাল-তারাটা
জ্বলছে তেমন'ই, কিন্তু দক্ষিণে!
ভাসতে ভাসতে উদার আকাশে!
কিন্তু, তাকানো ছাড়া কি'ই করার!
জ্যান্তজনশূন্য এখন,
বিস্তৃত প্রাস্তর
সব ছেয়ে গেছে ঘন-তমসা'র আঁধারে।


×××13.08.2018-ধুলিয়ান-11:51PM×××