- মণি জুয়েল(Moni Jewel)


সদ্য সম্ভোগ সেরে নেয়া দম্পতির মতন হলুদের
সবুজ পাতাগুলো ঢলে পড়েছে,
আবেশে এলিয়ে দিয়ে উদোম গতর, স্বপ্নদেশে।
হয়তো এবার শুরু হবে সাদা ফুলের জন্ম
ওহ্ শিশির ভেজা সকালে, হলুদের সাদা ফুল!
ওহ্ নতুন সকালের স্নিগ্ধতা!
সকালের একগাল হাসি মাখানো কাঁচা রোদ!
কিন্তু ওরা কি জানে না,
কাঁপুনিধরা ভোরে ঝরে যাবে সবই একদিন!


আবছা আলোআঁধারি কুয়াশাচ্ছন্ন সকালে২


যুগ থেকে যুগ দেখে যাচ্ছি আমিও, সাক্ষির
মতো,- শব হয়ে যাওয়া,
ধূসর মৃত গড়ান পাতাদের, কাঁপতে কাঁপতে!
আহ্ শুকিয়ে যাওয়া ফুলগুলো!
থেমে গেছে হিল্লোল, শোকাতুর, নিষ্প্রাণ মাঠ।
অতঃপর হেসে ওঠে বসন্ত যুবতির গালে,
সুবাসিত হলুদ বসন্তে, ভাসিয়ে আকাশ বাতাস
মেতে উঠে মিলনে, হৃদয়, ফের!
উড়তেই থাকে ধোঁয়া, কাঁচাহলুদের সুসিদ্ধ গন্ধে!


***06.09.2017 - ধুলিয়ান -10:35 PM****