- মণি জুয়েল(Moni Jewel)


দুরে দাঁড়িয়ে থেকে ওইভাবে আর হেসো না, প্লিস
আর তাকিও না শুধু শুধু-
সুতীক্ষ্ম ওই প্রণয় মাখানো- শায়ক নজরে।
ফলা'ফলা হয়ে যায়, এ' আমার প্রেমময় হৃদয়
ভেসে যেতে থাকে স্রোত, আমি কাঁপতে থাকি
নেমে এসো, প্লিস, অথবা আমায় ডেকে নাও
যদি পতঙ্গ হই, হয়ত না হয় পুড়ে ছাই হবো
কিছু পতঙ্গ' তো চারপাশে ঘুরতে থাকে,মণি


ওহ্..সোনা আমার, ওহ্ মাই লভ, ওহ্ মণি


কাম অন্, কাছে এসো, মিশে যাও আমায়


হারিয়ে আমায়, একাকার' হয়ে যেতে দাও


জ্বলে যেতে দাও আমাকে, সীমা'হীন-প্রেমে
ঠিক যেমন, প্রণয়-প্রণয়ীনি জ্বলতে'ই আছো
তুমি, যেমন ভাসতেই আছো শূন্যে কাব্যময়
বাড়িয়ে দাও বাহু, ভালবেসে একবার ডাকো
কতদিন...আমি ঘুরতেই আছি, ঘুরতেই আছি!
ছুঁয়ে দাও অধর ওষ্ঠ ঢলে পড়ি তোমায়
জ্বলতেই চাই তোমার নুরে
যেমন, জ্বলতে'ই আছো তুমি, যেমন, সমগ্র সৃষ্টি।


****01.01.2017-Dhuliyan-05:15PM****


#এ লেখাটির আরেকটা নাম দিয়েছি- তোমার সেজদায়