- মণি জুয়েল(Moni Jewel)


সব জাহির গোপন, জানালা দরজা খুলে দিয়ে
বের হয়ে যেতে দাও, আমায়, পৃথ্বী
এই আমাকে, আমার আমায়, আমার শরীর,
আমার মন, মনের-মনের অনু-
পরমাণু,আমার সবটাই করে নাও তোমার
হারিয়ে যেতে দাও তোমাতে,
হারিয়ে যাও তুমিও, হউক আজ সর্বনাশ


স্তনবৃন্তের পরিক্রমায়, সীমাহীন তোমার
কুহর রহস্যে, ভ্যানিশ করে দাও আমায়


শীতাকাশের লেজুড়হীন গুড্ডি'র মতোন
ডোর ছিঁড়ে হারিয়েই যাবো
জাহান্মের ভয়, পাপের ভয়, শরিয়তি ভুলে
শব্দময় এ' লহরী উদ্দামতায়  
বলতে দাও-তুমিই শুরু, তুমি অন্তঃহীনতার
সেই অন্তঃ পৃথ্বী শুরু যেখান থেকে
ওম্ আল্লাহ সাঁই যে শব্দ বদ্ধ ঘরে বেজে যায়!


***30.10.2017-Dhuliyan-05:15PM***