- মণি জুয়েল(Moni Jewel)


কখন কে কোন পড়শি' কিছু কুটো জড়ো করে
এক ফুনকি আগুন জ্বেলে দিয়ে গেছে
হয়তো তার বাড়ির রান্নাশালের উষ্কাঠি' ছুঁয়ে
কিম্বা, নেশায় আতুর নেশা খোরের অসতর্ক
বিড়ি জ্বালানো দেইশালায়ের এক কাঠিতে


অতঃপর সে' কালোধোঁয়া এখনো উড়ছে


মাঝে মাঝে_ই জ্বলে উঠছে সুপ্ত-আগুন


খেলে যাওয়া পাগলা বাতাসের ইন্ধনে২


আগুন দেখছে ত্রস্ত মুরগি, গলা উচিয়ে!


কোনও কোনও গলায়, মাঝে মাঝে শব্দ!


নিভে যাওয়ার কোনও সম্ভাবনা দেখছি না
বাতাস বয়ছে, কালো হয়ে যাচ্ছে সবুজপত্র
ধোঁয়া-কালি জমে জমে, বদলে যাচ্ছে রঙও
কই কেউ আছো, শুনছো পাচ্ছো কি?
আহ্হা আ আ আ আমার বড্ড শ্বাসকষ্ট হচ্ছে।


***28.12.2017-Dhuliyan-01:30PM***