- মণি জুয়েল(Moni Jewel)


যখন ওই কৃষকটা তোমায় মনের কথা বলতে পারে
তার মনের ব্যথাগুলো, তার লুকানো কান্নাগুলো।
যখন কন্যাদায়গ্রস্থ বিধবা তোমায় ব্যথা ঝরায়-
হাল্কা হতে পারে,কিছুই পাবে না জেনেও
তখন তোমার আর কি চায়, প্রিয়?
জিতেই তো নিয়েছো হৃদয়।
হৃদয়ের চেয়ে অনন্ত পথ আর কি!


মহিলাটি তোমার সাথে একটু কথা বলবে
বিকেল থেকে অনেকবারই মোবাইল ঘেঁটেছে
শুধু তোমায় শুধু এক্টু শুনবে বলে


আর কি চাও বলতে পারো?


হৃদয়ে ঠাঁই করে নেওয়ার চেয়েও
কি আর আসন হতে পারে? চাওয়ার আর কি
যখন সব্বাই ওরা তোমায় হৃদয় দেখাবে!


হৃদয়ের চেয়ে অনন্ত পথ আর কি!
বড়জোর এরপর সাদাফুলে
তোমায় টেঙে গল্প মেলা হতে পারে,
গজিয়ে উঠাবে হয়তো প্লাস্টিকের পুষ্প
তোমার গন্ধে। তোমায় নয়,তারা সাজবে বলে!
ডুবুরি, চলো, আরও প্রেম কুড়াতে অতলে মনের
বাঁচুক সবুজ বুকে রক্তিম ফুলগুলি, তোমারই রঙে।


****05.07.2017-ধুলিয়ান-রাত10:00টা ****