মধ্যরাতে আমার গ্লাসে
  -মণি জুয়েল(Moni Jewel)


প্রায় শেষ'দিকের চাঁদ যখন প্রায় মধ্যরাতে
আকাশে ভাসতে থাকে
মন ভরে, আমি, তখন তোমাকেই দেখি।
দেখি আর, বিস্মিয়াতুর হই!
স্নানরতা নারী খালি গায়ে, ঠিক যখন
জবজবে হয়ে, ভিজে, দাঁড়িয়ে থাকে
তখন যেমন
পাঁজর থেকে, তার ##!
আভা দিয়ে, প্রতঙ্গে জাগিয়ে দেয়


আকন্ঠ_তৃষ্ণা, আদুরে_লিপ্সা২


নীল কল্পনায়, যেমন ভেসে যায়
কিশোরমন, বুকে গেঁথে
লিপ্সুসম্ভাবনা!
ঠিক তেমনই আমিও কল্পনায় ভাসি
ভাবতে ভাবতে, চাঁদ হই, সু-শুভ্রতায়
খেলে যায় রশ্মি সারা দেহে
কাঁপতে কাঁপতে দেখে'ই যাই, মন ভরে!
ভিজতেই থাকো তুমি
আমি, ভাসতেই থাকি, শিশিরের শীৎকারে।


×××04.04.2018-ধুলিয়ান-12:02AM×××