- মণি জুয়েল(Moni Jewel)


হলুদের সবুজ পাতাগুলো, হলুদ হতে শুরু করেছে
এখন
তারই মাঝে মাঝে, কোথাও কোথাও শুরু হয়েছে
শুকোনো।
দুমড়ে যাচ্ছে, প্রাণবন্ত জালি, সবুজ পাতাগুলো


এই তো সে'দিন পশ্চিমের কালো ঘন মেঘের
অবিরাম অবিশ্রান্ত বর্ষনে
কেঁদে কেঁদে শুয়ে গেছিলো, ভেজা মাটিতে
অতঃপর
চক্রবৎ পরিবর্তন্তে দুখানি চ্' সুখানি চ্'এর
অমোঘ সত্যতার নিয়মেই
মৃদু নতুন বাতাসে দুলে আবারো শুরু প্রাণের


হয়তো এখন সেই একই নিয়মেই শুরু হয়েছে
বদলানো
হরিৎ-র বদলে যেতে থাকা, শুকিয়ে যেতে থাকা!
বসন্তে
ভস্ম হয়ে যাবে সবই শুরু হবে হলুদ মেখে ফেরও!


***04.10.2017 - Dhuliyan- 06:55 PM***