- মণি জুয়েল(Moni Jewel)


নীড় ফেরা পাখির ডানায় ভর করে সন্ধ্যা ঘনালো।
তুমি হয়তো এখন আয়নার সামনে
চুলটা আঁচড়ে নিচ্ছো, একটু পারফিউম
আই'লাইনার, আরও আরও কত নাম না জানা
মনোহারী-সুগন্ধে, বেশ ফুরফুরে, এখন সন্ধ্যা
জোনাকী পথে, হয়তো, এবার বের হবে
ফুচকা তেতুলের জলে টক ও ঝালে নাকের
ডগার মুক্তোময় ঘামগুলো চিলমিল করবে
ওহ্হ্...
কতদিন আমি তোমায় দেখি নি সে' ভাবে


কতদিন...তুমি নেই আমার এই বাহুতে!


বিস্মিত পথিক, যে ভাবে দেখবে তোমায়
আহা...
রঙ্গময় চলা তোমার, তরঙ্গে আছড়ে দেয়া
পেছনে চলতি পথিকদের আকুল  হাহাকার
দুই নয়ন ভরা ওদের অন্তঃরঙ্গ বাসনা।
যাই হোক.... অন্তরীক্ষে আমার এখন আঁধার
হতে শুরু করেছে, একটুপরে'ই শিশির ঝরবে!
তারপর কুয়াশা, অতঃপর একা আমিই
যে' আমি'তে তুমি আজ'ও থাকো!
না শুধু কল্পনা না,নির্জন রাতে যেমন চাঁদ যমুনা।


****28.11.2017-ধুলিয়ান- 05:55PM****