- মণি জুয়েল(Moni Jewel)


ভীষণ, ভীষণই মনে পড়ছে সেই মেয়েটিকে।
অনেকদিন পর অমন দুটি চোখ...
ডগায় জমে থাকা ঘাম, নাকের ফুঁটো
তার কথা বলার অনন্যতা
শরীরের গন্ধ
আহা...
শীতলতা ভেসে আসছিলো যেন
মৃদু মন্দ নিঃশ্বাসে
জমে থাকা ঘামে ঝলমল সকালের
শিশির-বিন্দুতে
ভিজতে ভিজতে বারবার মনে হচ্ছিলো-


ভাদ্র এসে গেছে। এসে গেছে হিমেল শরৎ২


তার শুভ্র দুই বাহুতে, আকাশ যেন তার-
খোলা পিষ্ঠদেশ
আমায় বারবার দোল দিয়ে যাচ্ছিল
সু-শুভ্র পয়োঃধর
গিলে খাচ্ছিলো উষ্ণতা আমায়!
ওহো...
বকুলের গন্ধে
মিষ্টি রোদের শান্ত বিকেল
সাঁঝ আকাশে প্রথম জেগে ওঠা তারা
নিশার নেশা মাখা ভাসা চোখের
সেই মেয়েটিকে মনে পড়ছে ভীষণই, ভীষণ।


***05.08.2017-ধুলিয়ান-06:50 সন্ধ্যে***