- মণি জুয়েল(Moni Jewel)


ক্রমশঃই লাল হয়ে আসছে পশ্চিমের আকাশ,
ফিকে হয়ে যাচ্ছে প্রকৃতি, সবুজপাতাগুলো!
পাখিদের জাগিয়ে, হয়তো-
জেগে উঠবে আবারো কোনো এক প্রান্তে।
এই দিকে
ফিরছে কৃষক প্রাস্তর থেকে
মাথায় নিয়ে গাদা দুবড়ি ঘাসের বোঝা!
কমে গেছে হৈ চৈ এখন
হাঁকডাক নেই, কোনো আহ্বানও না!
/
ভেসে আসছে আবছা মাইকের শব্দ,
অনেক-দূরে কারা যেন,
কি বলছেন যেন পথের নাটকের মঞ্চে!
সময়ই নেই কারো শোনার।
মেন রোডে-
ছুটে চলেছে ট্রাক, বাইক হর্ণ দিতে দিতে...
আপন যাত্রাপথের ঠিকানায়।
ঘনিয়েছে গাছতলা, জ্বলে উঠছে বাল্বগুলো
সূর্যের প্রতীক্ষায় রক্তিম সকালের পূর্বআকাশ।


***17.08.2017- ধুলিয়ান-06:05PM***