- মণি জুয়েল(Moni Jewel)


বহুদিন থেকেই ভালো নেই, বিস্বাদিত প্রতিটি মহুর্ত!
মৃত্যুর গন্ধে গন্ধে নির্ঘুম কেটে যাচ্ছে দিনরাত
বিগত তিন'টি বছর থেকে কি অশান্তিতে না আছি!
শুনতে তুমি কাছে থাকলে হয়ত বলতাম
তোমার স্তনে হাত রেখে, জম্মুকাশ্মীর ছুয়ে দিয়ে
প্রণোদারোক সোহাগে বলে আসতাম-
বিদ্রোহের দাবানলে জ্বলে উঠতে, গর্জে উঠতে।
জিভের ডগা তোমার সারা শরীরে
ছুঁইয়ে দিয়ে, জাগিয়ে দিতাম, আগুন জ্বালিয়ে
ঘন আঁধার রাতের স্বঘোষ শীৎকারে!
জাগিয়ে দিয়ে পাড়া,জাগাতাম ঘুমন্ত এ দেশ


নিসঙ্গ এখানে আমি, বড় একা, বড় অসহায়!


আখলাক তো বাঁচতে চেয়েছিলো, ভেমুলাও!
নাজিব নামে ছেলেটি হারাতে চায় নি।
প্রতি মাসের হাজারের বেশি কৃষক মরে যেতে
চায় নি। অথচ এখানে শুধুই মৃত্যু!
কৌশলে মেরে দিয়ে গৌরি লঙ্কেশ,নরখাদকটি-
পূর্বদেশে আর এক নোবেল রাক্ষসীর
সম্ভোগে মাতোয়ারা। তুমি তো জানো, গুজরাতে
অযুত মুসলমানের রক্তে হাত রাঙিয়ে যার
সুচনা ভারতের মুখাগ্নির!ক্রমেই ছেয়ে গেছে দেশ!
তুমি জাগো, তুমি আসো, লেহনস্পর্শে জাগুক
কণ্যাকুমারিকা। কেঁপে উঠুক ভারত, জীবনের জন্মে।


****11.09.2017 - ধুলিয়ান - 04:30 AM****