- মণি জুয়েল(Moni Jewel)


প্রথমত, অকবি এক তুমিই, যদি খুঁজে না পাও
সজীবতা নতুন পাতার
দ্বিতীয়ত পরশ্রীকাতর তুমি,
গায়ে জ্বালা ধরে অন্যের অনন্য প্রস্ফুটনে।


মুখে অপ্রচলিত দুচারটে শব্দ বলে দিলে,
দেশী বিদেশী চার কবিকেচ্ছা শোনালে,
প্রচলিত কিছু কথাকে রঙ মাখালে,
কিছু অবোধ'দের মাথা চেবালেই-


কবি হয়ে যাওয়া হয় না, জেনো।
গল্প শুনিয়ে বড়জোর কথাবিক্কেতা
কথাশিল্পী তো নও।বিক্ষত হোক Ego.
জাগো, দেখো চোখ খুলে, সবই কবিতা।


বলতে দাও,নতুনকে জীবনের কথাগুলো।
কবি বটে, না চিনে কবিতা!
কে বলেছে হে তোমায়-
নদী শুধু দক্ষিনে যায়?দিক নয় গতিই নাব্যতা


***12.06.2017-ধুলিয়ান-রাত 10:55***