নারী তুমি কি
ভা ঙনের কি তুমি, না কি গড়নের
জীবনের না কি তুমি মরনের ।


ভে ঙে গেছে যত- তুমি আছো সেথা
তার ও মাঝে তুমি- যেথা বুক ভরা ব্যাথা
গড়নেও সম তুমি, গড়েছো সুখ ধরণী
যেথা উন্নত শীর, সেথা লুকিয়ে রমণী ।


শত ভা ঙন যত- সকল ই তোমার কারণ
সুখ, গর্ব যত -'সকল ই তোমার গড়ন ।


কোটি লক্ষ যত প্রাণ তোমার ই প্রেম-মায়া
সুখ হর্ষের মাঝে দেখো লুকিয়ে তোমার ই ছায়া ।
কাঁদছে যত হৃদ, মরছে যত প্রাণ, এই দায় কার
শত ই তোমার হে রমণী, শত ভাগ তোমার ।


জীবনে আছো তুমি, মরণেও লুকিয়ে সমান ।
হর্ষ-বিষাদ, শত সুখ-দুঃখে তুমি বর্তমান ।