প্রিয়,
তুমি জানো ?
এখানে কেউ সাথী নয়
কেউ আপনার নয়
এখানে কেউ নেই |  

আছে
শুধু স্লোগান
'এগিয়ে চলো বন্ধুসাথী
আমরা তোমার সাথে'
শুধু এই স্লোগান!!

তুমি
এগিয়ে চলেছ
সুন্দর সত্যের পথে
সামনে- মরুভূমি বিস্তর
প্রাণহীন, জনহীন প্রান্তর
পথহীন দুর্ভেদ্য চরাচর !!

প্রান যায় যদি
চাহো যদি বিন্দুপ্রাণ
নিরাশ.....
জল নেই শুধু ছলমরিচিকা!!

হাক দাও যদি
চাহো হাতে বন্ধুহাত
বিফল.....
জন-মানবহীন  নিষ্প্রাণ প্রান্তর !!

ভ্রমের ভ্রম ভেঙে গেলে
আসে ঘাত জাগরণ যদি
দেখবে
সগর্বে খাড়া সুউচ্চ স্বার্থধরাধর!!!

বন্ধু,
এগোও পারো যদি-
মরুভুমে বহাতে প্রাণ ধারাপ্রবহন,
ছত্রহীন প্রান্তরে পল্লব পর্ণ-কানন,
দুর্ভেদ গিরি ভেদে সমতল সরণ !
দেখবে -
তোমার সাথী বন্ধু প্রাণ-স্বজন
গায়ছে প্রেমে সুরে প্রেমগুনকীর্তন,
বইছে ঝরঝর প্রেমধারা প্রবহন,
বইছে স্নিগ্ধ শীতল প্রাণ-সমিরণ!!!

এখানে তোমার সাথী নেয়,
আছে -স্লোগান..
শুধু সঙ্গের সংসর্গ 'স্লোগান'!!!!