শুনতে পাচ্ছো....?
পৃথিবী কাঁদছে
একটা ঘাত একটা দ্বন্দ্ব | শ্রেণী শোষণ!
গোটা দেশ ভিজে গেছে
নদী গিয়ে হয়েছে শেষ লবন জলে!!!!


নিরব! কি নিষ্ঠুর আমি, সভ্যতার বড় পরিহাস!


রক্ত ছলছল; পৃথিবী ভিজছে এখন!!!!


দেখতে পাও....?
পৃথিবী ভিজছে
চাপ চাপ জমে রক্ত ! শ্রেণী শোষণ!
রেঙে গেছে গোটা দেশ...
রক্ত গিয়ে মিশেছে ফের খুনের ভ্রুণে


নির্বিকার, নির্বাক আমি, কবিতা আমার উপহাস |


টকটকে লাল!! রেঙেছে পৃথিবী এখন!!!


এদিকে লিখছি প্রেমের কাব্য ; নিয়তির বড় অভিশাপ!!!!


-মণি জুয়েল