আমাকে ধিক্বার দাও
আমাকে শেম জানাও


হ্যা আমি ধিক্কারের, আমি লজ্জার
আমি সভ্য অসভ্যের......আমি লজ্জার |


ওদিকে প্রাণগুলো মরে গেলো
ওপারে জীবনগুলো ঝরে গেলো
এদিকে আমি ভেসে যাচ্ছি কল্পকল্পে
এপারে আমি মেতে আছি রসালগল্পে |


কিছুপরেই একটা স্ট্যাটাস
এত:পর......চ্যানেলের ডাকে বাক-ওয়াস!!!


আমাকে ধিক্কার দাও
আমাকে শেম জানাও -


হ্যাঁ আমি কলমের? আমি সভ্যতার?
আমি নির্লাজ সভ্যতার.....আমি নির্লজ্জের |


ওদিকে দিনশেষ খুন শুকালো
ওখানে প্রাণশেষে জীবন ফুরালো
এদিকে মাঝরাতে হুইস্কী আর যোনি-
এখানে জন্মালো তখন কবিতা-কাহিনি


কয়দিন পরে একটা কাব্য
অত:পর ......তখন আমি বন্ধু বিশেষখাস!!!


পাগল...
যে মরে সে মর! সব সুখ আমার! ডাক যশ নাম আমার |
-মণি জুয়েল