তখন কিশোর ছিলাম..
-মণি জুয়েল


গরম লাগতো না ....শীত মনেহতো না
তখন সব বসন্তদিন, সব কাশফুল দিন
নীল স্বপনে ভেসে যাওয়ার দিন
রঙে  মেতে যাওয়ার রঙীন দিন!


ভোর হতে আম কুড়ানো, উল্লাস চ্যাঁচানো
পুকুরে হাবুডুবু, মনে পড়ে বাবার পিটানো
মায়ের থাপ্পড়, দদির রাগ মায়া মেশানো
উফ্ কি সে কৈশর,কি সে ভৈরবের দিন!


পুকুড় পাড়ে লুকিয়ে পড়শি বউয়ের স্নান
কত যে স্বপন আর শত শত কল্পনার স্নান
সাথীর কৃত্রিম মৈথুন! দিব্যি বৈভব মেশানো
আহা..কি সে কৈশর, কি সে বৈভবের দিন!


পাশের বাড়ির ভোদলুকে বোকা বানানো
বাবার সিগারেট চুরি,মায়ের আঁচল হাতানো
কিশোরী মিতালিকে তেতুলটকে পটানো
উফফ.. সে কৈশর, কি সে স্বর্গসুখের দিন!


কল্পেরজাল বোনা আর শাহরুখের সিনেমা
কতদিন শতরাত স্বপনে কাজলের আনাগোনা
ভোরের মুখ...রাঙা নবীন লজ্জা মেশানো
আহা...সে কি কৈশর, কি সে সুখের দিন !


নীল. স্বপনে ভেসে যাওয়ার দিন
র ঙে মেতে যাওয়ার রঙীন দিন