ভোর হয়েছে অসিত চলে গেছে
দিনভোর অক্লান্ত শ্রম.....
ঝরে যায় টপটপ! বয়ে যায় রক্ত
ভিজে যায় মা, অলক্ষ্যে অভাগী বুক চাপড়ায় হায়!
কচি খুকি মিনতি এখন ঘুমিয়েছে
বেলাভোর অবিরাম কান্না ...
বয়ে গেছে টসটস! বেয়ে রুধির ধারা
ভিজে যায় মাটি | স্বপনে কাঙালী কাঁদে, কাতরায়!!
মা তখন পর দোর, ঘামে দেহ ভিজছে,
ভরাদুপুর নিরবধি বায়না!
গোপনে ঝরে বারিধার | ঝরে যায় খুন-
ভিজে যায় হৃদয় | চোখে ভাসে কচিটি ঘুমায় ক্ষুধায়!!
সাঁঝবিকেলে নেমেছে মিতালী পথে
নিশিভোর খদ্দের কত বায়না!
নীরবে ঝরে ঝর ঝর | বেচে যায় সুখ-
কায় ভিজে যায় | জীবনের খোঁজে জীবন ঝরে যায়!!


কাটে রাত দিন আসে, ফের ফুরায় দিন!
নাহ্....কত আর?? এমন আর কতদিন??


- মণি জুয়েল