সাহিত্যের জন্ম(স্ট্যাটাস এগারো)
- মণি জুয়েল


তোমাদের পেট ভরুক না ভরুক
জীবন প্রাণ পাক বা না
ওরা সব কবি হয়ে গেলো! উপকরণ তুমিই
তোমরাই ওদের জীবন ধারণের উপকরণ!


অবাক হলে!?


শোনো তবে, তুমি যখন মৃত পুত্রশোকে আতুর,
যখন তুমি ভিক্ষার পাত্র হাতে দোরে ঘোরো
ঠিক তখন সাহিত্যের জন্ম!


মেয়েটি যখন নাম বদলে কমলিকা বেশ্যা হয়েছে-
সেদিনের ধর্ষিতা, যখন সে কচি কোলে ঘুরে দ্বারে
তখন হয় সাহিত্যের জন্ম!


তোমার ভাত ভাতার যখন আত্মহত্যা করেছে
যখন নিরুপায় তুমি, বিচার আশায় দোরে দ্বারে
ঠিক তখনই সাহিত্যের জন্ম!


ধর্মের আগুনে যখন সংসার তোমার জ্বলছে,
তুমি যখন রেঙে গেছো, বস্তি ভিজেছে রক্ত রঙে
তখনই হয় সাহিত্যের জন্ম!


ওরা কলমী তখন মত্ত, পত্রিকা ছেপে, স্ট্যাটাস দিতে
বসে আছে বিলাস বিছানায়, হুইস্কির বোতল হাতে
চিন্তায় তোমার মশগুল তখন!


আসলে তা নয় ওরা ভাবে নিজকথা! পর ভাবে কে?
এবার তো ঘুম ভাঙো, জাগো এবার আপন  ভাবতে!
শুধু তুমিই পারো তোমায় বাঁচাতে !!
আর হ্যাঁ,
ঠিক তখনই হবে সাহিত্যের জন্ম!!