ভাব (চার)
- মণি জুয়েল


কোথায় আছো বন্ধু, তুমি, কোথায় গেলে পাই
পলকে আসে পলকে ফিরে(ফের) চলে যায়!!


তুমি আমি বাঁধা আছি একসুতোর বাঁধায়
তুমি যে বন্ধু আমার হারালে কোথায়!
পলকে আসে পলকে ফিরে(ফের) চলে যায় |


কতরূপে আমি তোমায় খুঁজে ফিরি হায়!
কতরূপে রূপের খেলা(আমি) দেখা পাই!!
পলকে আসে পলকে ফিরে(ফের) চলে যায় |


পাগল আমি মনে ভাবি(তাই)- কার খোঁজে কে যায়
তোমার আমি আমার তুমি - আমাতেই সে ঠাঁই
পলকে আসে পলকে ফিরে(ফের) চলে যায় |


সুখের মিলন, সুখ তবু কোথায়?
কোথায় আছো বন্ধু, তুমি, কোথায় গেলে পাই?
পলকে আসে পলকে ফিরে(ফের) চলে যায় ||