ভাব (পাঁচ)
- মণি  জুয়েল


তুমি (আমার) সাথী, আমি কি তোমায় ছাড়া?
এই রূপ আমার না, এ আমার ছায়া?
আমি ছাড়া তুমি....হয় কি জীবন গড়া
তুমি (আমার) সাথী, আমি কি তোমায় ছাড়া?


তুমি আমি ওই  যেমন এই দিবা নিশি
তুমি আমি ওই যেমন এই রবি শশী
আমি ছাড়া তুমি... জ্যোতি ওই দ্বীপ ছাড়া
তুমি (আমার) সাথী, আমি কি তোমায় ছাড়া?


তুমি আমি দুই  এক মিলনে হই
(তুমি আমি আমি তুমি) রুপ ও ছায়া....
আমি জীবন তুমি হাওয়া.....
তুমি আমার সাথী, আমি কি তোমায় ছাড়া?