মন ছুঁয়ে দেখো না কাছে এসে দেখো না
মনে ছুঁয়ে মন, ছুঁয়ে নাও(এ)বেদনা
মন ছুঁয়ে দেখো না .......


(যদি)মন মিলে মনে সুর-ছন্দ-তানে হেসে ভেসে যায়
জীবনের খাতায় শুভ্র পাতায় রামধনু রং খেলে যায়
মনে ছুঁয়ে মন, মুছে যায়(এ)বেদনা!


(যদি)অপলক পলকে মনেরও ঝলকে মন হারিয়ে যায়
হারানো সে-ক্ষণ ভেবে কিছুক্ষণ যদি মন ভিজে যায়
মনে ছুঁয়ে মন, ছুঁয়ে যায়(এ)বেদনা?


কাছে এসে মন ও মনে, আপন করে নাও না
ভালোবেসে মনে মনে, এ-মন ছুঁয়ে দেখো না…|


- মণি জুয়েল