#অগোছালো_ভাবনা
- মণি জুয়েল


তুমি মাঝে মাঝেই জানতে চাও- কেন ভালোবাসি?
আমি বলি- জানি না!
তুমি হয়তো শুনতে চাও- তোমার রূপের কথা
তোমার ওই পদ্মের মতো চোখ
তোমার ওই জবার মতো ঠোট |


হয়তো তুমি শুনতে চাও- আমার মনের কথা
তোমার ওই সুডৌল পর্বত বুক
তোমার ওই সমতলের নাভী
আর সেই নিবিড় অ ঙ্গ নিতম্বের কথা |
তুমি মাঝে মাঝেই জানতে চাও- কেন ভালোবাসি!


আমি বলতেই পারি - কমলকলি চোখ তোমার
বলতেই পারি- প্রাণের জন্ম তোমার ঠোঁটে
তোমার শরীরে গোলাপের সুবাস
বলতে পারি মৃগ কস্তরি তোমার যোনি |
আমি বলতেই পারি- গবীগাভী ওই অঙ্গ তোমার |


তবু ওই সাহারার উঁটের.মতো গলা উচিয়ে
ফের মাথা নিচু করে থেকে যাই
বিশ্বাস করো আমি সত্যিই জানি না! কেন ভালোবাসি?