যখন দুপুর আসে, ক্লান্তি আলস্যে,
দুরে ওই জিওল গাছে চাতক ডেকে যায়-
করুন ওই সুরে, এক বিন্দু জীবন আশায় |
ঠিক তখন তোমায় ফের মনে পড়ে যায়!


উদাস দুপুরে করুণ সুরে ফিঙে ডেকে যায়
তুমি ওখানে ওই আনমনে খোলা (ঐ)জানালায়
ঢেলে দাও খাস ... অঙ্গের কম্র-সুবাস
শরীরি ভেজা মত্গন্ধে ওই প্রকৃতি ভিজে যায়!


জানি তুমি নেই, সেদিন নেই,.অতীত সে-দিন
উড়ে গেছে পাখি এসেছে নতুন আজ নতুনদিন
তবু অগোচর গোচরে মনে আসে ফিরে
অতীতের তুমি, হারানো সুদিন মনে পড়ে যায় ...|


পিপাসি চাতক প্রাণ, পথ চেয়ে রয় আশায় আশায়
জীবন খুজে জীবন, আমি খুঁজি এবেলা অবেলায়!!


#প্রাক্তন
- মণি জুয়েল