যখন আমি তোমার কাছে থাকি
দুইবাহু ছড়িয়ে ওই বুকে ডেকে নাও
আমিও তখন তোমায় (বুকে) জড়িয়ে নিই
চোখে রাখি চোখ, ওষ্ঠে অধর ।
পরম সোহাগে যখন তুমি এলিয়ে পড়ো
আমিও ঢলে পড়ি সমানে সামনে,
তোমার গলদেশে থরথর আমার অধর তখন ।
ঘনশ্বাস যখন মিলনের আশায় আকুল,
যখন মেলে দাও মিলন দরাজ দরজা
নত হয়ে যায় শির, আমি তখন সেজদা করে দিই!


আমি সেজদা করি সেই পথে-
যে পথে সেইদিন হয়েছিলে দুইপদ যাত্রা শুরু
এসেছিলো প্লাবণে সেদিন ঔম । ভগবান ।
তুমি তো জানো তোমাতেই শুরুর শুরু,
তুমি জানো, শেষ ফের তোমাতেই।
তোমার মিলনে আমার মেরাজ হয়, নামাজ হয়ে যায়।।    
                                        @মণি জুয়েল
   #মণি_জুয়েলের_অগোছালোভাবনা_থেকে