#একটি_স্ট্যাটাস_মাত্র(সতেরো)
- মণি জুয়েল


যখন আমি আমায় নিয়ে ভাবি
নিজেকে নিয়ে বড় উপহাস জাগে ।
এ জীবন মনেহয় বড় এক রঙ্গালয়,
আমরা কাঁদলে তা ছলনা
আমরা হাসলে তাও ছলনা ।
বৃহৎ এক মঞ্চে খেলে যাই জীবনের অভিনয় ।
আমি হাসি, যখন নিজেকে নিয়ে ভাবি ।


খুবই কম সময়ের এ মঞ্চ ধারণ
মাঝে কতবার কত মুখ বদলে যায়!
হাসলে সুখে বয়ে যায়
কাঁদলে তখন ভেসে যায় ।
বাঁকে বাঁকে ঘাতে ঘাতে বয়ে যায় ভেসে যায়।
আমি হাসি, যখন নিজেকে নিয়ে ভাবি ।


আসলে এ সুখ এ ব্যথা ছল শুধু,
পাওয়া, চাওয়া, না পাওয়ার অভিনয় ।
কত পাই জানা নেই,
কেন চাই জানা নেই!
হাসি কান্নায়, অমিল মিলে যবনিকা নেমেই যায়!
তখনই কাঁদি, যখন তোমায় নিয়ে ভাবি ।
                                        @মণি জুয়েল.