#তুমি_শুধু_শুধুই_তুমি


আমি তোমাকে বলতে পারি তুমি
ঠিক যেন কাহিনীর ভেনাস,
আমি তোমাকে বলতেই পারি তুমি
কায়েসের কাব্যময়ী উনাইযা ।
যখন তুমি হাসো তখন আমি বলতে পারি
সে হাসি যেন মুক্ত কল্লোল,
যখন তুমি হাটো আমি তখন বলতেই পারি
তুমি নদী,নৃত্যের সে গমন ।
যখন শরৎের কাশ দোল দিয়ে যায় তখন মনেহয়
তোমায় উপমা দিয়ে সাজাই
বলি- তোমার সে ছন্দে ওই কাশ দুলে,
তোমার খেয়ালে দুর নীলআকাশে খেয়ালী শুভ্রমেঘ ভেসেযায় ।
যখন হেমন্তের শিউলি নিসর্গ সাজায় তখন মনেহয়
সে স্নিগ্ধ সুবাস তোমারই যেন!
তোমার সুবাসে এ-স্বর্গ যেন মেতে রয় ।
মনেহয়,তোমায় বলি- এ নবান্ন ঘ্রাণ উপমিত তোমার উপমায় !
কিন্তু, জানো? আমার তা মনেহয় নি, মনেহয় না
আমার মনে হয়নি উনাইয়া তুমি, মনেহয়নি তুমি বনলতা,
লাস্যময়ী নার্গিস ।
আসলে তা নয়!
তুমি শুধু_শুধুই তুমি। উনুপমা, নিরুপমা । আর দুই নেই,
আর ছিলো না!
নেই উপমা কোনও-
তোমার উপমায় হাজার উপমা সবই উপমিত হয়ে যায় ।।
                                                            ©মণি জুয়েল