#জানো_কি_প্রণয়ীনী


যখন আমার নেশা ধরে যায় ঠিক তখন মনে পড়ে যায় -
তোমার মেহেন্দি লাগানো হাতের গন্ধ
আর সে  মাদকতা মেশানো ঘামে ভেজা তোমার কুক্ষির কথা!


ওহ্হো ...
       তুমি কি জানো মাতালের কাছে হুইস্কির গন্ধ?
       তুমি কি জানো মাতালের কাছে কস্তরি সুবাস
তুমি কি জানো মাতালের কাছে ভেজা শিউলির সুবাস?


যখন আমার নেশা ধরে যায় তখন তোমায় তাই মনেহয় ।
     মনেহয়-
          তুমি যেন এ বরফ মেশানো আসব গ্লাস
          তোমার কুক্ষি যেন চিতল হরিনের নাভী
    ভেজা শরীর বেয়ে হেমন্তের শিউলিঘ্রাণ ভেসে যায় ।


যখন আমার নিশুতি আকাশে চাঁদ জাগে,দিন ঢলে যায়-
তখন মনেহয় তুমি এখন আমার গ্লাসে
আর আমি ভাসছি তোমার ওই মাদকতা মেশানো সায়র চোখে!


          তুমি কি জানো প্রণয়ী হৃদয়ের প্রণয় মত্ততা
          তুমি কি জানো দরবারি রাতের প্রণয়ী নেশা
জানো কি প্রণয়ীনী, চাঁদ সায়র আর বিরহী হৃদ্আলাপ?


যখন মাঝরাত হয়ে যায়, আমি নেশায় মাতাল হয়ে যাই ।
   আর তখন-
       তোমার চোখে আমি,চোখ রেখে নাচতে থাকি
        আমার প্রেমে নেমে আসে চাঁদ, নাচতে থাকে
মিলন মোহনায় খেলে যায় দোল আমরা ভাসতে থাকি ।
                       - মণি জুয়েল (ধুলিয়ান)