#শিরোনামহীন_কথাগুলো(ছয়)
- Moni Jewel


বরফ মেশানো গ্লাসের গা বেয়ে টপটপ শিশির,
শেষরাতের চাঁদ ভাসে আমার গ্লাসে,
পূবেরবাতাসে হিমের ছোঁয়া! বয়ে যায় শিরশির।


আমি বসে আছি, আমি জেগে আছি,,,,,,,,,


তুমি আসবে। আমি ডুবে যাবো তোমার ওই সুনীল সায়র
চোখে
ভিজবো তোমার ভেজা ওই কুমকুম জামীঠোটে,
তোমার ওই অঙ্গ বেয়ে যাবে টপটপ শরাব জমজম!
আমি ভেসে যাবো, আমি ডুবে যাবো।


তুমি আসবে, ডুবে যাবো আমি তোমার ওই আসবদ্বার
ভগে
ভিজবো তোমার ওই উষ্ণ কুসুম কাম ঘনশ্বাসে ।
অন্তরঙ্গে তোমার সুখজল নিয়ে যাবে সুখমোহনায়!
আমি ভেসে যাবো, আমি ডুবে যাবো।


আমি বসে আছি, আমি জেগে আছি ........


বয়ে যায় স্নিগ্ধ বাতাস, কুলে ভেসে যায় জোড়াহীরণ
মিলন দ্বন্দ্বে ভেঙে যায় গ্লাস!
অতঃপর  নেমে যায় যবনিকা, ভোর হয়ে গেছে তখন ।।