#মায়া_গহ্বর
-মণি জুয়েল
তখন ময়ুরপঙ্খী নাও ঝিলমিল ভাসতেছিলো-


আর আমি বেয়ে চলেছিলাম উথ্থাল
তরঙ্গে,
অনন্য সে মাদকতা, মুক্তির
মুক্ত কল্লোল!
নাব্যতায় ক্রমশই এগিয়ে চলেছি,
আমি ভেসে যাবো, ডুবে যাবো, মুক্তি
অতঃপর...


ঠিক ঠিক তখনই রঙ্গ বাঁকের সে মায়া
গহ্বর!?
সুখের গ্রাসে তলিয়ে নিলো
আমার নাও,
অষ্টইঞ্চি দাঁড়; আর আমিও সাথে!
অনন্ত সে এক কৃষ্ণগহ্বর!
কুল নেই, অনন্ত অপরিসীম, কিনারা
নেই যার....


জানিনা এ কালগহ্বর মায়ার সমাপ্তি কোথায়?!
   ।।২৫,১১,১৬/১১:৫০রাত/ধুলিয়ান।।