#জীবনমুখী(দুই)
-Moni Jewel
কি করেছে গেরুয়া যারা, কি করেছে তিরঙা
আর নয়তো আজ অজানা...
আমি জানি না, তুমি কি জানো না-
কি করেছে গেরুয়া, লালা, কি করেছে তিরঙা?
কি তোমাদের দেশসেবা, আর কি আমার দেশ।
আর কি তোমাদের ছলা কলা।।


ধর্ম ধর্ম জুয়া খেলে, শুধু কি মাথাটাই খেলে?
ও ভেবো না, আজও মাথাটাই চলে
যারা চলার ঠিকই চলে, আঁধারে-
ঠিক আলো জ্বালে,
না ভেবো না, যারা বলার ঠিকই বলে।
আমি কি জানি না, তুমি কি জানো না-
কি করেছে তিরঙা, লালা; কি করেছে গেরুয়া।
আর নয়তো আজ অজানা....
কি তোমাদের দেশসেবা, আর কি আমার দেশ।
আর কি তোমাদের ছলা কলা।।


কার লাভে আজকে বলো,এ টাকা বদল খেলা
কে দাঁড়িয়ে লাইনে সারাটি বেলা?
দিদি, দাদা,কমরেড বলো, আগে-
জানো নি এ খেলা?
বোকা বানিয়ে দিন যাবে, আর কতবেলা?
আমি কি জানি না, তুমি কি জানো না -
কি করেছে গেরুয়া,লালা, কি করেছে তিরঙা।
আর নয়তো আজ অজানা।
কি তোমাদের দেশসেবা, আর কি আমার দেশ!
আর কি তোমাদের ছলা কলা।।
       ।। 04.12.16/07:10pm/Dhulian ।।
*তিরঙা' শব্দগুলো দেশের জাতীয়পতাকা হিসেবে না।।