ব্যক্তি_ও_ব্যক্তিত্ব
- মণি জুয়েল(Moni Jewel)
মানুষ হওয়াটাই বড় ঝামেলার!
কেউ বলে জন্মাই মানুষ হয়ে,আর কেউ 'মানুষ হতে হবে'
কত তক্কবিতক্ক যুক্তিবিযুক্তি
তাই আমি সে মানুষ হতে আর চাই না
তক্ক বিতক্কের জাল ভেদ করে মানুষ হওয়া ঝামেলার।
নিয়মের বেড়া ভেঙে-
চেষ্টা করো নিয়মের বাইরে বের হতে নতুন হতে ।


তারপর,তোমায় মানুষ বলে মেনে নিতে অস্বীকার করে?
প্রথমত তারা-ই অমানুষ
দ্বীতিয়ত দালাল তারা কোনো মতবাদের
মার্ক্স, ইসলাম, ফকিরি, বাউল, কনফুসী, সনাতনের।
ব্যক্তিত্বহীন ওরা সব-
ধ্বজহীন, নিজেকে তুলে ধরে অন্যের হাতিয়ারে


ব্যক্তি কাদের বলে তবে?
আমি কিছু ব্যক্তি দেখি কিছু নাস্তিক আস্তিকদের মাঝে
নিজেকে খোঁজার চেষ্টা করে
বিকিয়ে দেয় না অন্যের সৃষ্টির দরবারে
ওরা জানে নিজ'মতে নিজে'বাঁচতে নিজ'মতো করে
ওদের মাঝেই ব্যক্তিত্ব দেখি
তবে শুধু তারা না, ব্যক্তিত্ব আছে সবারই অন্তরে ।।
।।02:01:16/08:50পি.এম/ ধুলিয়ান।।