- মণি জুয়েল(Moni Jewel)


চাতক যেমন বিন্দু ভালোবাসে, তেমনই ঠিক তোমায়
আমি ভালোবাসি ।


কিন্তু যখন-ই বলি- তোমায় ভালোবাসি
একটা'ই প্রশ্ন ঘুরে আসে- কেন
উত্তর খুঁজে পাই না!
বলে বোঝাতে পারি না
চুপ থাকি, ভাষা হারায় শব্দেরা!


নিরব ভালোবাসা বলতে থাকে-
ভালোবাসি ভালোবাসি
উত্তর খুঁজে পাই না!
খুঁজে ফিরি মরু'সাহারায়- কেন
তোমায় পাগলের মতো এতটা ভালোবাসি


আমি তো জানি মরুভুমির মরীচিকা খেলা
কোথাও নেই এক ফোঁটা জীবন
ধু ধু শুধু মরিচীকা!
তবুও কি- ইউফ্রেটিস
যায়নি বয়ে,বলতে পারো, ডোনা


"অম্বুবিম্ব অম্বু মুখে সদ্যঃপাতি?"
মধুর এই বাক্য মধুর
তুমিও তা জানো
তবুও কি বলতে পারো, ডোনা
ফাঁপা সে বুদ্বুদে খেলে যায়না কি রামধনু?


সেই সাত রঙ,
শ্রান্তপথের শেষে মরুউদ্যান, পেতে আমি ভালোবাসি!


××× 15:02:17 / ধুলিয়ান / 07:00 সন্ধ্যে ×××