মায়ের হাসিতে, বাবার কপালে, কোথায় না কান্না দেখি!


পাড়ার বেকারগুলো যখন হাসতে থাকে
আমি তখন কান্না দেখতে পাই
পার্কে যখন চারঠোঁট দু' হয়ে যায়
তখন আমি কান্না দেখতে পাই
যদিও মাতোয়ারা তখন তারা ভাসতেই থাকে


ওরা ভুলে থাকতে চায়, একটু বাঁচার আশায়!
কান্না দেখি 'শব্দছকএ মাতোয়ার
বন্ধু'র চোখের ওই বন্ধুরপথে
কান্না দেখি বাইশোর্ধ মেয়ের স্তনে
খুঁজে ফেরে জীবন, শূন্যতায়!
আসলে সবাই জীবন'হীন, ভাসতে থাকে


কতগুলো চাওয়া যে থেকে গেছে না'পাওয়া, চেয়ে দেখি


×××০১.০৩.১৭, ধুলিয়ান, ০১:১৫দুপুর ×××