- মণি জুয়েল(Moni Jewel)


এবার একবার জিততেই চা'ই, আমার রক্ত বেচে থাকতে
চায়
অধরা আমার জয়, বিজয় পতাকা এখন'ও ওড়েনি
যখন পৃথিবীর ব্যথাগুলো দেখি
পৃথিবীর কান্নাগুলো শুনি
আমি'ও কাঁদতে শুরু করি
ঝরঝর বয়তে থাকে, জল, কি রক্ত, তা বুঝি না!
শোনিত শুনতে পাই শনশন গতিতে ছুটে চলেছে!
হয়তো এক্খনই রেঙে দেবে
হয়তো এখনই ভিজে যাবে
যেমন যুগে যুগে ভিজিয়ে গেছে
২৮july ১৯১৪, ww1 জ্বেলে দিয়েছিলো একবার
মৃত সব আত্মাদের শরীরের চর্বি, ওহ্ সে আগুন
সে-ই আগুনে হেসেছিলো
তারা, আর আগামীর যারা
সবই তবু পুড়ে শেষ হয়ে যায় নি
অতঃপর ১৯৩৯ ১লা সেপ্টেম্বর, আর থেমে যায় নি
আজো
ক্ষৌণীরকান্না, আমার রক্ত, চেচিয়ে বলে আরেকবার চাই
××× 06.03.17 - ধুলিয়ান - 08:30রাত ×××


*লেখাটির আরেকটি নাম দিয়েছি - 'পৃথিবীর কান্না'