- মণি জুয়েল(Moni Jewel)


মঞ্চের উপরের ও লোকগুলো সাম্যের কবিতা পড়ছে
হাজার দর্শকের হৃদয়ে জ্বেলে দিচ্ছে বিপ্লব
তারা প্রায় সকলে বড়'ই অন্বেষী
খুঁজে ফেরে কথার আড়ে
একটু ফোকাশ
ওরা কেউই জীবনে বিপ্লব সৃষ্টি করেনি,
ওরা বিপ্লবী নয়!


কিছু পরেই মঞ্চ ভেঙে যাবে ঠিক তখনই দেখে নিও
জন্ম হবে কবিতার সাম্যের বিপ্লব বদলের
ওই শীততাপ নিয়ন্ত্রিত কামরায়
বসে জ্বেলে দেবে কথায়
তোমার আগুন
অতঃপর পড়ি মরি প্রকাশনীর দালালী
ওরা বিপ্লবী নয়


ওরা কেউ কোনো মুছেযাওয়া কপালে সিঁদুর দেয়নি
ওরা কেউ কোনওদিনও নদী ঘেঁটে ইলিশ
তুলে আনে নি, নিয়েছে স্বাদ-
ঝোল ও কাঁচা লঙ্কায়!
জীবনে কোথাও
কোনো বিপ্লব নেই, মঞ্চ-বাউন্স মাত্র!
কেউ বিপ্লবী নয়


বন্ধু, প্রলোভনে নয় জাগতে হবে তোমায় আগুনহাতে


  ××× 11.03.17 - Dhuliyan - 03:40 Pm ×××