- মণি জুয়েল(Moni Jewel)


কত'গুলো লোক পেছন থেকে এসে রঙ মাখিয়ে গেলো
দুরে দাঁড়িয়ে থাকা জীবগুলো তখন
লাল, হলুদ, সবুজ, নীল
ইত্যাদি রঙে


হঠাৎ চকিতে শুনতে পেলাম- ফের যদি লিখেছিস!
চায়ের কাপে কয়েক ফোটা কালি
যেন রক্ত জমাট বাঁধছে!
হাত থেকে পড়ে গেলেই
হয়তো মাটি ভিজে যেতে পারতো!
লাল একটা দাগ সাক্ষী হতেই পারতো, বুক ভিজেয়ে


কিন্তু তখন দেখি মাকনার ন্যায় মনুষ্যপ্রায় জীবগুলো!
শোনার কেউই নেই মানুষের কথা!
শুঁড়উচিয়ে তেড়ে আসা
সব মাথামোটাদের দল!
ওদিকে ওরা তখন রঙ মাখছিলো!
কাঁপাকাঁপা পায়ে ঘরে ফিরে দেখি-আর আমি নেই


নিকষ কালো
কালিতে ঢেকে দিয়ে গেলো!
না ঠিক ঢেকে দেয় নি, মুছতে চায়লো
সত্যের শুভ্রতা,আত্মার রঙ। ওরা তখন রঙ মাখছিলো


কর্ণাটকের 'ধুন্ধি' উপন্যাসের রাইটার 'যোগেশ মাস্টার' জয়তু
××× 14.03.17 - Dhuliyan - 01:25 PM ×××