- মণি জুয়েল (Moni Jewel)


তখন মাঝরাত হঠাৎ করে ঘুম থেকে তুলে দিলে
আড়মোড়া ভেঙে-ই দেখি তৃষ্ণার্ত তুমি
বুকে টেনে নিলে আমায়
তোমার ভালোবাসা
জাগিয়ে দিলো জীবনের মাদকতা


হারিয়ে যাচ্ছি ক্রমশ তোমার ঠোঁটে
আমি অবচেতনে!
নে়মেই চলেছি অনুক্রমে
বুক ভেদ করে
বৃক্ষমূল যেমন নামে জীবনের খোঁজে!
নদী যেমন স্রোত পেতে গড়ে যায় স্রোতে পথে!


যতই নিচের দিকে নামতে থাকি, ঠিক ততটাই
দরজা খুলে যায় সু-গভীর রহস্যের!
Unconscious আমি
পেয়ে যাই খোঁজ
Super Conscious আবহের,


Collective আনকনসাস মন-
সমষ্টিগত চেতনার!
আর বেশী দেরী নে'ই
সকাল হবে, নেমেই চলেছি সম্ভোগে
পাখিগুলো ডাকছিলো, চেতনায় আচ্ছন্ন পথিক...
××× 20.03.17 - ধুলিয়ান - 04:00 AM ×××