- মণি জুয়েল(Moni Jewel)


ডোনা, যখন না দেখার ভান করে দেখো
অপ্রেম ও চোখে আমায় ছেঁড়ো
হারিয়ে ফেলি নিজেকে
বন্ধ হয়ে যায় চোখ
ভুলেই যাই- স্থান পাত্র কাল!


কোথায় হারিয়ে যাই জানি না
শুধু দেখতে পাই
ফলা ফলা রক্তাক্ত হৃদয়
আমার শরীর, আর তোমার ছবি
বিপন্ন আমি, নত মাথায় তোমারই বুকে!


মনে  থাকে না-পাপ পুণ্য, জাহান্নম স্বর্গ
সব কিছুই ভুলে যাই, বলেই তো
ভালোবাসা বাসি, ডোনা ।
হারিয়ে ফেলি নিজে
হারালে তবেই শুরুর শুরু হয়!


উপেক্ষা অবজ্ঞা দুর-প্রত্যাখান
যতটা দুরত্ব জন্মায়
ঠিক তত কাছে এনে দেয়
মনেরঅন্তে খুব কাছে থেকে যেতে
অন্তহীন মনের নিভৃতে খুব গোপনে খুব....


×××25.03.17-ধুলিয়ান-02:30এএম×××