- Moni Jewel(মণি জুয়েল)


সেই হাসিই সেরা সুন্দর যে হাসিতে কষ্ট মাখা
অনন্ত প্রেমের সেই হৃদয়, যে হৃদয় নোনতা


আহা সে'ই হাসির সৌন্দর্য্য, ওই মুখটির!
আলো আঁধারের মাঝবরাবর
তখন দাঁড়িয়ে ছিলো
খুউব বেশী-ই
চোখে পড়ে, অতলান্তের বেয়ে যাওয়া
হারতে হারতে হৃদয় যখন হেরে যায়
হারিয়ে যায়
ফলা ফলা হয়ে যায়,ঠিক তখনই....
হৃদয় হাসতে পারে সেই হাসি!  


হারানোর যে কি ব্যথাময় সুখ-
তা জানে ওই হৃদয় না দেখে চলে-
যাওয়া হৃদয়,
খুঁজে ফেরে যখন উপেক্ষিত সেই মুখ
তখন প্রশান্তের কয়ফোটা গড়ে যাওয়া
চিকচিক বিন্দু
যে- বিকিরণ' দেয়
তার যে কি নির্মলতা, পবিত্রতা,
সৌন্দর্য, বলে দেয় বিন্দুগুলো সে মুখটির


কান্নাতে যে সুখ- ভালোবাসা পুরোনা হলেই
প্লাবনে যে কি সুখ - পলিতে ফসল ফললেই
××× 27.03.17-ধুলিয়ান- 11:30রাত ×××