আর একথা বলছি না যে তুমি মন্দির হয়ে যাও
আমার জন্যে,
দরাজ দ্বার খুলে দাও
না, ভেব-না, এ আবেদনও রাখছি না।
কিন্তু কবর, এ তো খুলতে পারো


প্রস্তুত হও প্লিজ
আমি নত হই, সেজদা দিই



বেঁচে থাকুক জীবন, কবরে, অযুত মৃত্যুতে!



আমার কবরে সেজদা দি'ই
উন্মুক্ত কর প্লিজ।


এ কথাও বলছি না- ধারণ করো
জানি, সাগরের ঢেউ ধরা সম্ভব-ই না।
কিন্তু কবর, খুলে দাও
মৃত্যু-র জন্যে!
উদোম মানের-পাতা দুলে উঠুক, তুমি মাটি হও।


সাগরের ঢেউএ কবর ভিজতে থাকুক@মণি জুয়েল