সম্ভোগ অতলান্তে
-মণি জুয়েল(Moni Jewel)


সজনে পাতার মতো তোমার কোমল গাল।
কচি জামপাতার মতো তোমার ঠোঁট
বাঁকা-কচি-বাঁশের মতো হাঁটু
চিকচিকে ঘামে' পৃষ্ঠদেশ! সুবিস্তৃত
বৃষ্টিভেজা সবুজ মান পাতা
কত কথা দিয়ে না সাজা'ই এমন
কত নামেই না ডাকি
সোনালী, জোছনা, চন্দ্রা, ডোনা
সমাপ্তি-ও ডাকি, ভুলে যেও না


সীমানা পেয়েই যাই তোমাতে২


হয়ে গিয়ে 'লি পো' কিম্বা রুমি'
সমাধি পেয়ে যাই সেই তোমায়
হারিয়েই যেতে থাকি
সীমানাহীন-প্রান্তরে' মেলো যখন
নিজেকে, সরিয়ে ## ##
আদরে যখন বাহু দুই ছড়িয়ে দাও
অত:পর তুমি থাকো না তুমি
আমি'ও আমি না, সম্ভোগ অতলান্তে
শুধু থেকে যায় সেই যার জীবন মৃত্যু নেই।


××25.04.2018-ধুলিয়ান-11:25PM××