- মণি জুয়েল(Moni Jewel)


কাঁ কাঁ স্বরে কাকগুলো তখন ডাকছিলো,
সমবেত হয়ে দলে দলে;
মরে পড়ে থাকা কলমের কালির গন্ধে!


অশ্বত্থ গাছ, তাল গাছ, হুট্টুম গাছ
আরো কত পাড়া ঘুরে বেড়ানো কাকগুলো
সব,মিছিলে এসেছিলো।


মুগ্ধ হতেই হয় একতায়-
ওদের। শিখিয়ে দিয়ে যায় প্রগতি-সমবায়
গর্জে ওঠা মুষ্টি আকাশে বাতাসে।


কিন্তু, দৃশ্য বদলে গেলে, দৃষ্ট'ও বদলে!
ঠোঁকা মেরে খন্ড পুরে
কাঁ কাঁ স্বরে কাকগুলো, ফিরে গেলো সব


***28.05.17-ধুলিয়ান-02:45PM***