- মণি জুয়েল(Moni Jewel)


পৃথিবী ঘুমিয়ে পড়েছে,কোথাও শোরগোল নেই
কোনও, হুল্লোড় নেই। চুপ হয়ে আছে পৃথিবী!
বিরামহীন ডেকে যাচ্ছে ঝিঁঝিঁগুলো।
শোন যাচ্ছে সন সন-
পড়শী বাড়ির Speed Fan-এর আওয়াজ,
শুকনো আমপাতা ঝরে পড়ার খস খস।
ময়ুরপঙ্খী নৌকার মতন
ভেসে যাচ্ছে পুর্বাকাশের শেষের চাঁদ
শুভ্রমেঘ ভেসে যাচ্ছে পেঁজা তুলোর মতন।


শুনতে পাচ্ছি ভেসে আসা ট্রেনের হুইশেল,
ব্যাঙের ঘ্যাঙর,টিপ টিপ ঝরা শিশির
উড়ে যাচ্ছে রাতের পাখি।
থেমে গেছে এ মনের আরাব শোরগোল!
লোম কুঁপে শীতল বাতাসের সিরসিরানিতে
শুনতে পাচ্ছি গুম গুম,
অবিরাম যাওয়া আসা শ্বাস প্রশ্বাস।
কোনো হেলদোল নেই, চুপ, ক্রিয়াহীন দর্শক
আমি শুনছি,  আমি দেখছি,  জেগে ওঠার জন্য!


****16.08.2017-ধুলিয়ান- 02:45AM****