- মণি জুয়েল(Moni Jewel)


প্রেমাসক্ত এ মন সবসময় মাতাল হয়ে থাকতে চায়
গেয়ে উঠতে বাউল-ফকিরের মতো
কিম্বা, তোমায় ঘিরে ঘুরতে ঘুরতে আমি হয়ে যাই-
প্রেমিক রুমি, খুউব ইচ্ছে করে হারিয়ে যেতে
ইচ্ছে করেই তোমার গায়ের গন্ধ ঠোঁটে তুলে নিই,
অত:পর সে গন্ধদের মাখিয়ে দিই কথায়
ভাসতে থাকুক কথা বাতাসে তোমার গন্ধে গন্ধে,
আমার গলায়, আমার সুরে।
যেমন তোমার সুগন্ধে' পুলকিত হয় আমার মন
প্রতি নাকের ডগার বাষ্প প্রাণ জন্মাক তেমনই!


কিন্তু...গেরুয়া রঙের অন্য এক খুনে নটনৃত্যে২


ভয়াবহ, রক্তাক্ত সমগ্র দেশ' ভয়াল ত্রাসে ত্রস্ত
তাই ভুলেও ইচ্ছে করে না। ঠিক ইচ্ছে করে না
তা না, আসলে ভুলে গেছি!
আমি ভুলে গেছি গাইতে, হাসতে ভালোবাসতে!
এতোগুলো মৃত্যুর পরে, রক্তের দু্র্গন্ধে
আমি কি নাচতে পারি, আমি হাসতে পারি, পৃথ্বী!
কখনোই পারি না, না না না আমি পারি না।
আমি পারি না, মরনাপন্ন জীবনের_কান্না উপেক্ষা-
করে, সুরেরভেলায় সুখে ভেসে যেতে
আমি ভালোবাসি, ভালোবাসতে বড় ভালোবাসি যে।


****09.12.2017-ধুলিয়ান-10:05PM****