- মণি জুয়েল(Moni Jewel)


আমার পৃথিবীর আকাশে, আমার পৃথিবীর বাতাসে
আজ রক্ত, রক্ত মেশানো বিষবাষ্পে
ভেসে যায় রক্তকণা...


বরফের শুভ্রতা যেন রক্তপিন্ড এখন
হয়তো জন্মের সম্ভাবনা!
ফোঁটা গড়ে গড়েই জীবন হাঁসিয়ে কাঁদে একদিন
হয়তো বা তারই প্রস্তাবনা!


তরবারি হাতে ছেয়ে গেছে
গোধুলি,সবুজ বুকে। ধ্বনিতে শুনি ধ্বংস বন্দনা!
তিনরঙের এই বস্তি-দেশ
দেখি ভেসে যেতে আজ, আহ্ যন্ত্রণা!


ক্ষতবিক্ষত কান্নারা
আজ ভ্রুণের বেশে হাঁক দিয়ে যাচ্ছে
কি জানি হয়তো কাল বেজে না যায় জীবন দামামা।


****15.06.2017-Dhuliyan-02:30PM*****