সৃষ্টিছাড়া সময়ের সৃষ্টি
- মণি জুয়েল(Moni Jewel)


ওহ্ ডিয়ার, মাই লভ, বড় আঁধার এখন এখানে
তোমার কপালের ওই লাল টিপকে
আমি ভাবতেই পারছি না, সকালের সুর্য্য!
না নাহ্ আমি খুজেই পাচ্ছি না ভূস্বর্গ
উন্নত-সুডৌল যুগল, তোমার ওই স্তনে!
লাল_চুম্বনে দেখি শুধু রক্ত আর রক্ত!
আহা....ভিজে যাচ্ছে সব, সব, সবই
চুঁইয়ে চুঁইয়ে, সমগ্র বস্তি-দেশ বেয়ে


ভিজেই যাচ্ছে উপর থেকে সমতল২


শোণিত স্রবণে,,চোখের কোন বেয়ে
আহাহা...ওরা কারা, ডোনা, তোমার
পৃষ্ঠদেশে! অস্ত্র হাতে দাপিয়েই যাচ্ছে!
ক্ষতে বিক্ষত, তুমি! বুঝতে পারছো কি?
শ্যাম প্রাঙ্গনে, ঘন হয়ে আসছে রাত!
জ্বলছে...জালা, শ্যামলী ক্রমশঃই নিমজ্জ!
সবুজ পর্ণে, তৃণে, তোমায় সাজিয়ে
যৌনতা মাখানো কাব্য, এখন জন্মাবে না ডোনা।


×××28.03.2018 -ধুলিয়ান- 05:30PM×××


×লেখাটি আমার দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে×
× অশ্লীল মনে হলে এডমিনগন এ লেখা মুছে দিতে পারনে×