- মণি জুয়েল(Moni Jewel)


জামা কাপড় খুলে দেয়া, সদ্য যুবতির মতন
দাঁড়িয়ে আছে ন্যুড_শিমুল
ওহ্...ওহো..
দুলেই যাচ্ছে বাঁশের ডগা' পাগল বাতাসে
দেখছি আমি, নীরবতার_সঙ্গী, সঙ্গী'হীন
আমি দেখছি- শূন্যতা, আর ইম্পোটেন্সি-
ধুলো জমা রসাল অগ্রে, ত্রি রং ধতুরা'র
দুর্গন্ধ না থাকলেও, গোপন গন্ধ!
খসে পড়ছে মাঝে মধ্যেই, দুটা-একটা


যাক গে...বাদই দিই, অন্যদিকটা বলি


ঝরে গিয়ে'ও এখন'ও হলুদ, কতগুলো
আর কতগুলো- শুকিয়ে গেছে,
দুমড়ে গেছে, জীবনী মোহিনী শেষ হয়ে
কিন্তু, তাই বলে কি কাল হাসবেনা লাল
হউক না পরজীবি / খোলা খসা সর্বহারা
ফল তো ফলবে'ই, ছুড়ে দেবেই সে লাল
লাল চুম্বন।
কিন্তু ফের ঘন কালআগাছা
জন্মার আগে যদি গোড়া থেকে ছাঁটা না হয়-


***29.01.2018-ধুলিয়ান-01:05PM***


**এটি একটি রাজনৈতিক' ভাবনার লেখা**