- মণি জুয়েল(Moni Jewel)


কখনও কখনও সাদাত মান্টো-র "শঙ্কর" হয়ে
সুলতানাতে মিশে যেতে মন চায়
কখনও বা মণি জুয়েল হয়ে শ্বেতা বসু
পারমিতা, সোনালী, মিতালী, রুমা চৌধুরী
এদের মাঝে যেমন'টি আছি, তেমনি থাকি
কিন্তু, থেকে যাবো বললেই থেকে যাওয়া
না কি, থাকবো না বললেই বাহির হওয়া
যাক গে...
কন্টকাকীর্ণ ওই- গুটি ধরা নগ্ন-বৃক্ষেতে


এখন লোহিতবর্ণ ফুল, নিশ্চয়ই নিশ্চয়


ভেসে যাবে শুভ্রতা কাল, নীল সীমানায়
যেন স্বপ্ন!...
নাঃ যেন টেন নয়, স্বপ্ন, সব স্বপ্ন মনেহয়
এই যে এতো তৃষ্ণা এতো কামনা, এতো
থরথর..থরথর উষ্ণ উষ্ণ লাফাতে'ই থাকা
কে না জানে, মিলন হয়ে গেলে, সবি শেষ
সম্ভোগ'এ যাবো না, বললেই কি পারি?
না কি তুমি আমায় নেবে না ডেকে!
চাই বা না চাই, হয়েই যাবে সব আপন নিয়মে।


××××19.02.2018-ধুলিয়ান-05:00PM××××


*আমার এ লেখায় ২য় এবং ৩য় লাইনে ব্যবহৃত আমার নামটা ছাড়া অন্য নামগুলো কারো সাথে মিলে গেলে অনিচ্ছাকৃত ভাববেন*